অপরাধ প্রবনতা বাড়ছে কুষ্টিয়ার হাউজিং এলাকায়


সময়েরদিগন্ত.কম ॥ কুষ্টিয়া মূল শহরের কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক সংলগ্ন হাউজিং এলাকা। কুষ্টিয়ার জনাক্রীর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই এলাকা। এক সময় কুষ্টিয়ার সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা ছিলো হাউজিং এলাকা। চুরি ডাকাতি ছিনতাই মাদক ব্যবসা সহ বহু অপরাধ সংঘটিত হতো এই এলাকায়। প্রশাসনের তৎপরতা ও একাধিক সফল অভিযানের ফলে অপরাধ প্রবণতা কমে আসে এই এলাকার। কিন্তু হঠাৎ কিছুদিন যাবৎ অপরাধ প্রবনতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে হাউজিং এলাকায়। প্রতিদিনই ঘটছে ছোট-বড় বিশৃঙ্খলা। সন্ধ্যা হলেই হাউজিং পানির ট্যাংকি, নতুন ড্রেনের মাথা, সি-ব্লক পুকুর পাড়, কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক সংলগ্ন তেল পাম্পের সামনের এলাকায় বসে মাদকের আড্ডাখানা। গত কয়েকদিনে হাউজিং এলাকায় মাদক ব্যবসায়ী ও বখাটেদের হাতে লাঞ্চিত হয়েছে বেশ কয়েকজন স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী। এ বিষয়ে এলাকার একাধিক বাসিন্দা জানায়, হঠাৎ করে হাউজিং এলাকায় মাদক ব্যবসায়ীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। কেউ কিছু বলতে গেলেই, তাদের উপর চড়াও হয় এই সকল মাদক ব্যবসায়ীরা। এ বিষয়ে হাউজিং এলাকার একাধিক বাসিন্দা প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবী জানিয়েছে। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত (পিপিএম)বার বলেন, কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের কোন জায়গা নেই, এ বিষয়ে পুলিশ সর্বদাই সোচ্চার। কোনভাবেই মাদক ব্যবসায়ীরা পার পাবে না।
Leave a Reply