কুষ্টিয়ার দৌলতপুরে দালালের খপ্পরে পড়ে ৫ যুবকের বিদেশ গমন : ১ জনের ফিরলো লাশ ॥ ৪ জন এখনো নিখোঁজ


সময়েরদিগন্ত.কম ॥ কুষ্টিয়ায় দালালের খপ্পরে পড়ে ৫ জনের স্বদেশ ছেড়ে বিদেশ গমন। এর মধ্যে ১ জনের মৃতদেহ ফিরেছে গতকাল সকালে। বাঁকি ৪ জন রয়েছে এখনো নিখোঁজ। জানা যায়, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জয়রামপুরের দালাল আনারুল ইসলাম টেঙর এর মাধ্যমে ৩ মাস আগে দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের ৫ যুবক কামরুল, জালাল, জনি, মইদুল ও হাব্বুল পাড়ি জমায় মালেশিয়া। দালাল আনারুল ভালো চাকুরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ৪ লক্ষ টাকা করে নেয়। কিন্তু বিদেশ পাঠানোর নামে দালাল যে কাগজপত্র দেন তা ছিলো ভূয়া। সেখান থেকেই ৫জনের জীবনে নেমে আসে কাল। বিদেশ যাওয়া তাদের হয় ঠিকই! কিন্তু ভূয়া কাগজপত্রের কারনে মালেশিয়া পুলিশ আটক করে কামরুলকে। কামরুল জেলখানাতেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। এদিকে পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ তাদের সাথে কোন যোগাযোগ করতে পারে না। দীর্ঘ ১মাস পরে ফেসবুকের মাধ্যমে খোঁজ পেয়ে পরিবার জানতে পারে কামরুল মারা গেছে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে লাশ আনে কামরুলের। কিন্তু বাকি ৪জনের খোঁজ এখনও মেলেনি। এদিকে কামরুলের লাশ পৌছানোর পর এলাকায় চলছে শোকের মাতন। এ বিষয়ে এলাকার একাধিক মানুষের সাথে কথা বললে তারা বলেন, টেঙর দালাল ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এদের বিদেশ পাঠিয়েছিলো। কিন্তু দালাল টেঙর ভূয়া কাগজপত্র দেওয়ায় কামরুল পুলিশের হাতে আটক হয়। এবং সেখানেই তার মৃত্যু ঘটে। বাকি ৪জনের খবর কেউ জানে না। বাকি ৪জনের খোঁজ পেতে মরিয়া হয়ে পড়েছে তার পরিবার। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে টেঙর দালালকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও তার সাথে নিখোঁজ বাঁকি ৪ জনকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
Leave a Reply