কুষ্টিয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ টাস্কফোর্স সভায় ডিসি সাইদুল ইসলাম


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার গরীব দু:খী নিরবছিন্ন মানুষের মুখে হাসি ফোটানো। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরনের লক্ষ্যে দেশের মানুষের দুঃখ দুর্দশা দেখে গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসন করে দেওয়ার নির্দেশ প্রদান করেন। ইতিমধ্যে ভূমিহীন-গৃহহীন-অসহায়- ছিন্নমূল পরিবারদের জন্য পুনর্বাসন করা হয়েছে এবং আনুষ্ঠানিক ভাবে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
সরকার আশ্রয়ন প্রকল্প-২ গ্রহনের নিমিত্তে কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় পরিবার বুঝে পেয়েছে তাদের ঠিকানা। পুনর্বাসন কেন্দ্র শতভাগ নিশ্চিতে ৩য় পর্যায়ে কুষ্টিয়ার গৃহহীনরা পাবে তাদের বাসস্থানের ঠিকানা।
সে লক্ষ্যে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ ব্যবস্থাপনা সংক্রান্ত এক টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, কুষ্টিয়ায় (১৫ ক) অনুচ্ছেদের গৃহনির্মাণ যোগ্য স্থানের সকল জায়গায় আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করতে হবে। কুষ্টিয়ার কোন মানুষ গৃহহীন থাকবে না। ছিন্ন মূল প্রতিটি মানুষের ঠিকানা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখা কুষ্টিয়ার উপপরিচালক মৃনাল কান্তি দে। এছাড়াও সভায় অংশ গ্রহণ করেন সকল উপজেলার নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
Leave a Reply