কুষ্টিয়ায় পথ শিশুদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে ব্যারিষ্টার গৌরব চাকী


“অন্ন যাবে না বৃথা” এই শ্লোগানে সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কুষ্টিয়া রেলস্টেশনে পথ শিশুদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অমিত হাসান বাদধনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার কৃতি সন্তান ব্যারিষ্টার গৌরব চাকী। এ সময় সার্বিক পরিচালনা করেন সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম শুভ, সাধারন সম্পাদক শেখ সাউদ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারন সম্পাদক আনিম নাইম শুভ, সাংগঠনিক সম্পাদক এস আই দিপু সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
প্রধান অতিথি ব্যারিষ্টার গৌরব চাকী বলেন,
”মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”
হ্যাঁ, মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই সেচ্ছাসেবীরা। নিজেদের ব্যাক্তিগত মূল্যবান সময় খরচ করে স্রোতের বিপরীতে গিয়ে অসহায় মানুষদের জন্য কিছু করতে পারা এটাই বড় কাজ। এই সংগঠনটনের এই কাজ পেশা নয় নেশা হয়ে দাঁড়িয়েছে, বিনিময়ে কিছু পাবার আশায় নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করছে। এদের কাজকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন, মানবতার জন্য তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ স্বীকার ও ভালবাসার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। এক সময় সেচ্ছাসেবী সংগঠনের মানুষ গুলো থাকবে না কিন্তু তারা বেঁচে থাকবে মানুষের হৃদয়ে, এ সকল মানুষগুলো সব
মানুষের হৃদয়জুরে থাকবে।
উল্লেখ্য পথশিশুদের জন্য একটি সেচ্ছাসেবী সংগঠন।
তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করতে চলেছে। রাস্তায় পড়ে থাকা সব ছিন্নমুল, অসহায় শিশুদের নিয়ে তাদের পথ চলা। উন্নত পরিবেশে প্রতিনিয় পরিবর্তন/বিকশিত হবে শিশুগুলোর। এটাই এদের মূল লক্ষ্য নয় এক সংবাদের ভিত্তিতে জানা যায়, সংগঠনের সাথে জড়িত তারা সেচ্ছায় রক্ত দান করতে ইচ্ছুক। এদের পাশে সার্বিক সহযোগীতা করতে সাথে রয়েছে, “নিরাপদ চিকিৎসা চাই” সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, একাত্তর নিউজ টিভি, জাতীয় দৈনিক খবরপত্র প্রতিনিধি, কুষ্টিয়া কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন সদস্য রেজা আহাম্মেদ জয়। যে কোন প্রয়োজনে অন্ন যাবে না বৃথা সংগঠনের সাথে যোগাযোগ করতে পারবেন ০১৭৬১২২৩৮৫৫ (সভাপতি) বাধন।
81 - 81Shares
Leave a Reply