কুষ্টিয়া বর্ণিল আয়োজনে “ঢাকাপোস্ট” এর যাত্রা শুরু


সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’ এর উদ্বোধন করা হয়েছে। ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
নতুন মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’ এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সকল জেলার মতো কুষ্টিয়ায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইসব অনুষ্ঠানের মাধ্যমে ‘ঢাকাপোস্ট.কম’ এর পথচলা শুরু হলো। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে কেক কেটে উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ঢাকাপোস্ট.কম’ অনলাইন নিউজ পোর্টালে কুষ্টিয়াসহ সারাদেশের উন্নয়ন কর্মকান্ড, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, রাজনৈতিক বিষয়ে সংবাদ মানুষের কাছে তুলে ধরবে এবং অনলাইনের মাধ্যমে সংবাদ পরিবেশন করে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে ‘ঢাকাপোস্ট’।
বক্তারা ‘ঢাকাপোস্ট.কম’ এর সাফল্য কামনা করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনা আরও এগিয়ে যাবে ও উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নিউজ পোর্টালটি দেশ ও সমাজের কল্যাণে ও মানবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, যুগ্ম সম্পাদক নুরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ আবু মনি জুবায়েদ রিপন, দপ্তর সম্পাদক এম লিটন-উজ-জামান, জেলা ছাত্রলীগের আতিকুর রহমান অনিক, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আলী প্রমুখ।
এ সময় বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিবিসি ও সমকাল পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা। সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট’ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ।
Leave a Reply