দৌলতপুরে ওয়াল ভেঙে দোকান চুরি : ২ লাখ টাকার মালামাল লুট


কুষ্টিয়ার দৌলতপুরে ওয়াল ভেঙে দোকান চুরি হয়েছে। সংগবদ্ধ চোরেরা ওই দোকান থেকে প্রায় দুই লাখ
টাকার মালামাল চুরি করেছে। বুধবার গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউপির ঠান্ডিতলা গ্রামের জিয়াউল হক নান্টুর দোকানে চুরির এ ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে, ফিলিপনগর ঠান্ডিতলা গ্রামের জিয়াউল হক নান্টুর দোকানে ওইদিন রাত ১.৩০ টার দিকে একই
এলাকার মোমেন, মিন্টু, হোসেন, জিয়ারুল সহ ৬-৭ জন সংগবদ্ধ চোর দোকান ঘরের ওয়াল ভেঙে প্রবেশ করে। এ সময় চোরেরা দোকানের ক্যাস বাক্সের তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা, চাল, ডাল, সতেল সহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় দোকান মালিকের স্ত্রী আসিয়া খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply