দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত -৮,আটক -৩


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর বাজারে গতকাল শুক্রবার সকাল ১০ টায় ছাত্রলীগ নেতা মাজহারুল হক পিকলুর নের্তৃত্বে ২০/৩০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পূর্বশত্রুতার জের ধরে তুহিন নামে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা করে। আহত তুহিন জয়রামপুর গ্রামের তরিকুল প্রামাণিকের ছেলে।
আহতের চাচা মন্টু মাষ্টারের ভাষ্য, শুক্রবার সকালবেলায় নিজ বাড়ি থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে রওনা হয়ে জয়রামপুর বাজারস্থ আতিয়ারের ফার্মেসীর সামনে পৌছালে এই হামলার ঘটনা ঘটে। এসয় হাসুয়া,রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে পূর্বহতে ওৎ পেতে থাকা একই এলাকার মৃত আনারুলের ছেলে মাজহারুল হক পিকলুর নের্তৃত্বে একই এলাকার হুমায়ুন,রানা,মনোজ,সেতু,সৈকত,নেকছাদ,চিনু,রাকিব,শহীদ,রাব্বী,মুকুল,মহিন,বিপ্লব সহ ২০/৩০ জন সংঘবদ্ধ হয়ে পূর্বশত্রুতার জের ধরে তুহিনের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। এই খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে মাজহারুল হক পিকলু,নেকচাদ,চিনু নামে ৩ জন কে গ্রেফতার করে পুলিশ।
আহত তুহিন কে উদ্ধার করতে এসে আব্দুল আলিম,জনি প্রামাণিক,ছলিম প্রামাণিক,মহাবুল,আমানুল প্রামাণিক রক্তাক্ত জখম হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পযর্ন্ত (৮ অক্টোবর ) এই ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানাগেছে।
Leave a Reply